বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যার ধারণা প্রকাশের উপায় বা সংখ্যাত্মক প্রকাশের উপায়কে বচন বলে। অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদ যে ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর প্রতিনিধিত্ব করছে বা বোঝাচ্ছে, সেই ব্যক্তি,বস্ত্ত বা প্রাণীর সংখ্যা, অর্থাৎ সেটি একসংখ্যক নাএকাধিক সংখ্যাক, তা বোঝানোর পদ্ধতিকেই বচন বলে।
বচন দুই প্রকার- —একবচন ও বহুবচন। ইংরেজিতে বলা হয় singular and plural.
যখন কোন শব্দ দিয়ে কেবল একটি ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীকে বোঝান হয়, তখন তাকে একবচন বলে। যেমন - মেয়েটি, বইটি ইত্যাদি।
আবার যে শব্দ দিয়ে একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝান হয়, তখন তাকে বহুবচন বলে। যেমন — মেয়েগুলো, বইগুলো ইত্যাদি।
এটা মনে রাখার দরকার যে এই একবচন বা বহুবচন কেবলমাত্র বিশেষ্য (noun) ও সর্বনাম (pronoun) পদেই ব্যবহৃত হয় ।
আমি (একবচন), আমরা (বহুবচন); সে (একবচন), তারা বা তাহারা (বহুবচন); আমার (একবচন), আমাদের (বহুবচন)