‘Faults are thick where love is thin’ এর বাংলা অর্থ -

A ভালবাসলে ত্রুটি দেখা যায়না

B ত্রুটি ভালবাসায় বিলীন হয়ে যায়

C যাকে দেখতে নারি তার চলন বাঁকা

D ত্রুটি ও ভালবাসা অভিন্ন

Solution

Correct Answer: Option C

- 'Faults are thick where love is thin' বাক্যটির আক্ষরিক অর্থ হলো, যেখানে ভালোবাসা কম, সেখানে দোষ বেশি নজরে পড়ে।
- এটি একটি প্রবাদবাক্য যা মানুষের এক ধরনের মানসিকতা প্রকাশ করে।
- এই প্রবাদবাক্যের সবচেয়ে কাছাকাছি বাংলা প্রবাদ হলো 'যাকে দেখতে নারি তার চলন বাঁকা'
- এর অর্থ হলো, যখন আমরা কোনো ব্যক্তিকে পছন্দ করি না বা তার প্রতি আমাদের ভালোবাসা থাকে না, তখন তার সামান্যতম ত্রুটিও আমাদের চোখে বড় করে ধরা পড়ে।
- অপশন ১, ২ এবং ৪ এই প্রবাদের মূল ভাব প্রকাশ করে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions