রাজা ধর্মপালের সময়কালে কয়টি রাজবংশ উত্তর ভারতে আধিপত্য বিস্তার করার জন্য প্রতিযোগিতায় নেমেছিল?
Solution
Correct Answer: Option B
- পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপালের সময়কালে তিনটি রাজবংশ প্রতিযোগিতায় নেমেছিল উত্তর ভারতে আধিপত্য বিস্তার করার জন্য।
- একটি বাংলার পাল বংশ, অন্যটি রাজপুতানার গুর্জর প্রতীহার বংশ এবং তৃতীয়টি দাক্ষিণাত্যের রাষ্ট্রকুট বংশ।
- ইতিহাসে এই যুদ্ধ ত্রিশক্তির সংঘর্ষ নামে পরিচিত।