It takes two to make a quarrel. এ বাক্যটির বাংলা অনুবাদ কী?
A বিপদ কখনো একা আসে না
B এক মাঘে শীত যায় না
C এক হাতে তালি বাজে না
D নাচতে না জানলে উঠান বাকা
Solution
Correct Answer: Option C
প্রদত্ত বাক্যটির বাংলা অনুবাদঃ এক হাতে তালি বাজে না । বিপদ কখনো একা আসেনা এর ইংরেজি- Misfortune never comes alone । এক মাঘে শীত যায় না এর ইংরেজি One shallow does not make a summer । আর নাচতে না জানলে উঠান বাঁকা এর ইংরেজি A bad workman quarrels with his tools ।