‘টাকায় কিনা হয়?’—এই বাক্যে ‘টাকায়’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
A কর্তা কারকে সপ্তমী বিভক্তি।
B কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি।
C করণ কারকে সপ্তমী বিভক্তি।
D অপাদান কারকে পঞ্চমী বিভক্তি।
Solution
Correct Answer: Option C
কারক নির্ণয়:
- বাক্যটির অর্থ হলো ‘টাকার দ্বারা কী না হয়?’। ক্রিয়া ‘হয়’-কে যদি প্রশ্ন করা হয় ‘কীসের দ্বারা হয়?’, উত্তর আসে—‘টাকার দ্বারা’।
- যেহেতু ‘টাকা’ এখানে উপায় বা মাধ্যম হিসেবে কাজ করছে, তাই এটি করণ কারক।
বিভক্তি নির্ণয়:
- ‘টাকা’ মূল শব্দের সাথে ‘য়’ যুক্ত হয়ে ‘টাকায়’ হয়েছে।
- ‘এ’, ‘য়’, ‘তে’—এইগুলো সপ্তমী বিভক্তির চিহ্ন।
সুতরাং, ‘টাকায়’ পদটি করণ কারকে সপ্তমী বিভক্তি।