`To err is human' এই বাক্যের যথার্থ বঙ্গানুবাদ -
Solution
Correct Answer: Option C
"To err" শব্দটির অর্থ হলো ভুল করা বা ত্রুটি করা।
"Is human" অর্থাৎ, এটি মানুষের স্বভাব বা প্রকৃতি।
অতএব, সম্পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়ায় যে, ভুল করাটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য বা প্রকৃতি। মানুষ হিসেবে আমাদের ভুল করাটা স্বাভাবিক।