Solution
Correct Answer: Option A
- উস্তাদ ঈসা সিরাজি একজন পার্সিয়ান স্থপতি ছিলেন, তাকে প্রায়শই ভারতের আগ্রায় তাজমহলের সহকারী স্থপতি হিসাবে বর্ণনা করা হয়।
- উনার পূর্ব পুরুষেরা বহু আগেই ভারতে বসতি স্থাপন করেছিলেন।
- তাজমহল ডিজাইনের কৃতিত্ব কার সাথে সম্পর্কিত তা নিয়ে সম্পূর্ণ নির্ভরযোগ্য তথ্যের অভাবে অসংখ্য জল্পনা কল্পনা রয়েছে।