কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়?
A আকবর
B শেরশাহ
C শাহজাহান
D আওরঙ্গজেব
Solution
Correct Answer: Option D
আওরঙ্গজেব (১৬৫৮-১৭০৭)
- ভাইদেরকে পরাজিত করে ‘আলমগীর বাদশাহ গাজী’ উপাধি গ্রহণ করে সিংহাসনে বসেন (২১ জুলাই ১৬৫৮ খ্রি.)।
- আওরঙ্গজেব ধর্মপ্রাণ একজন শাসক ছিলেন যে কারণে তাকে ‘জিন্দাপীর’ বলা হয়।
- ফতোয়া-ই-আলমগীর রচনা করেন সম্রাট আওরঙ্গজেব।