Solution
Correct Answer: Option B
"চরণকমল"- উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য- চরণ কমলের ন্যায়।
সাধারণ গুণের বা ধর্মের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। অন্যান্য উদাহরণ- সোনার মতো মুখ- সোনামুখ, পদ পল্লবের ন্যায়- পদপল্লভ, কুমারী ফুলের ন্যায়- ফুলকুমারী ইত্যাদি।