ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?
Solution
Correct Answer: Option A
- ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় (১৬১০) মুঘল সুবেদার ছিলেন ইসলাম খাঁন ।
- মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলার সুবেদার ইসলাম খাঁন বাংলার রাজধানী হিসেবে ঢাকা শহরের গোড়াপত্তন করেন।
- তিনি ১৬১০ সালে সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন এবং সম্রাটের নামানুসারে ঢাকার নামকরণ করেন "জাহাঙ্গীরনগর"।
- পরবর্তীতে ১৬৬০.১৯৯৫,১৯৪৭ এবং ১৯৭১ সালে ঢাকাকে রাজধানী করা হয়।