ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়?
A ১৫০০ খ্ৰীষ্টাব্দ
B ১৫১০ খ্ৰীষ্টাব্দ
C ১৬১০ খ্ৰীষ্টাব্দ
D ১৬১২ খ্ৰীষ্টাব্দ
Solution
Correct Answer: Option C
- ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর।
- প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়।