Solution
Correct Answer: Option A
অর্ধ-তৎসম শব্দ: যে সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় অর্ধ-তৎসম। এগুলো সরাসরি সংস্কৃত ভাষা থেকেই কিছুটা সহজ আকারে গৃহীত হয়েছে। সংস্কৃত থেকে প্রাকৃত বা অপভ্রংশ ভাষার মাধ্যমে বাংলায় আসেনি।
যেমনঃ
- জ্যোৎস্না˂ জ্যোছনা,
- শ্রাদ্ধ˂ ছেরাদ্দ,
- গৃহিণী˂ গিন্নী,
- বৈষ্ণব˂ বোষ্টম,
- কুৎসিত˂ কুচ্ছিত।