৭২ কি.মি/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন ৫৮০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্মকে ৫৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ৫৪০ মিটার হলে, ১৬০ মিটার দীর্ঘ একটি সেতুু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে?
Solution
Correct Answer: Option A
৫৪০ মিটার দৈর্ঘ্যের ট্রেন ১৬০ মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে ট্রেনটিকে যেতে হবে ৫৪০+১৬০ = ৭০০ মিটার।
৭২ কিমি/ঘন্টা কে আমরা লিখতে পারি,
৭২০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ড
১ মিটার যায় = ৩৬০০/৭২০০ = ১/২০ সেকেন্ড
৭০০ মিটার যায় = ৭০০/২০ = ৩৫ সেকেন্ড