হাজী শরীয়তুল্লাহ কোন জেলা জন্মগ্রহণ করেন?
Solution
Correct Answer: Option B
- হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৩৮) ছিলেন একজন খ্যাতিমান ধর্মীয় পণ্ডিত, সমাজ সংস্কারক এবং ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা।
- তিনি ১৭৮১ সালে মাদারীপুর জেলার ফরিদপুরের (বর্তমানে শরীয়তপুর) কাজিরহাট গ্রামে জন্মগ্রহণ করেন।
- তার পিতার নাম ছিল করম আলী এবং মাতার নাম ছিল ফাতেমা বেগম।
- এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ইসলামের মৌলিক নীতি ও বিধানের প্রতি মানুষকে ফিরিয়ে আনা এবং সমাজে প্রচলিত কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করা।
- হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন।তিনি ধর্মীয় সংস্কারমূলক এ আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেন।
- দুদু মিয়া ঘোষণা করেন, “জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি”।
- এই ঘোষণার ফলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ফরায়েজীদের বিদ্রোহ শুরু হয়।
- দুদু মিয়া ১৮৪৩ সালে ব্রিটিশদের হাতে গ্রেপ্তার হন এবং ১৮৪৭ সালে কারাগারে মৃত্যুবরণ করেন।