- The Group of 77 বা G-77 হলো জাতিসংঘভুক্ত উন্নয়নশীল দেশগুলোর একটি জোট।
- এটি ১৫ জুন ১৯৬৪-এ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (UNCTAD) জারি করা ৭৭টি দেশের যৌথ ঘোষণা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- শুরুতে ৭৭টি দেশের সমন্বয়ে এই জোট গঠিত হলেও
এর বর্তমান সদস্য দেশ ১৩৪টি।[সূত্র: জি-৭৭ ওয়েবসাইট ] সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।- এই জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়।
- জাতিসংঘের (UN) সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঐকমত্যের মাধ্যমে কিউবা ২০২৩ সালের জন্য (G-77+China) গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল।
- বাংলাদেশ ১৯৮২-৮৩ মেয়াদে G-77 জোটের চেয়ারম্যান ছিলো।