'বার বিধি' (The Twelve Tables) কী?
A রোমান আইনের ভিত্তি
B স্থাপত্যের ১২টি নির্দেশনা
C ফুটবল খেলার নিয়মাবলি
D স্থানীয়/দেশি খেলা
Solution
Correct Answer: Option A
- বার বিধি (The Twelve Tables) কে Laws of the Twelve Tablesও বলা হয়ে থাকে।
- এটি প্রাচীন রোমে খ্রিষ্টপূর্ব ৪৫১ থেকে ৪৫০ শতাব্দীর মধ্যে ১২টি ব্রোঞ্জ টেবিলে খোদাই করা ছিল।
- এটিকে রোমান আইনের ভিত্তি বলা হয়।