আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
A উদারবাদ
B বাস্তববাদ
C মার্ক্সবাদ
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
- নব্য উদারতাবাদ ধারণাটি বিকাশ লাভ করে ১৯৯০ এর দশকে।
- রবার্ট কোহেন এবং জোসেফ নাই ধারণাটি ব্যাখ্যা করেন।
- বাণিজ্য উদারীকরণের জন্য নব্য উদারতাবাদ আঞ্চলিক সংস্থা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার উপর গুরুত্ব প্রদান করে।
- আন্তর্জাতিক সম্পর্কে শুধু রাষ্ট্রই নয় বরং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এনজিও মাল্টিন্যাশনাল কর্পোরেশন সংস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ।
- এ কারণে অনেক স্কলার নব্য উদারতাবাদকে Liberal institutionalism বা উদার প্রতিষ্ঠানবাদও বলে থাকেন।