- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটি অস্থায়ী বেতার সম্প্রচার কেন্দ্র যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে প্রতিষ্ঠা করা হয়েছিল।
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালের ২৬ মার্চ (চট্টগ্রামের কালুরঘাটে)
- নেতৃত্বে: চৌধুরী বেলাল মোহাম্মদ
- প্রতিষ্ঠাকালীন নাম: ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’ (মে. জিয়াউর রহমানের পরামর্শে বিপ্লবী শব্দটি বাদ দেয়া হয়)=
- পাক-বাহিনী কেন্দ্রটি ধ্বংস করে: ১৯৭১ সালের ৩০ মার্চ
- চট্টগ্রাম থেকে আগরতলায় নেয়া হয়: ৩১ মার্চ, ১৯৭১
- আগরতলা থেকে কলকাতায় নেয়া হয়: ২৫ মে, ১৯৭১
- কলকাতা থেকে ঢাকায় আসে: ২২ ডিসেম্বর, ১৯৭১
- ৭ মার্চের ভাষণ প্রচারিত হত: বজ্রকণ্ঠ শিরোনামে।
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম পরিবর্তন করে বাংলাদেশ বেতার করা হয়: ৬ ডিসেম্বর, ১৯৭১ ।