'বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা ।' এখানে 'বিনে' কী অর্থ প্রকাশ করেছে ?
Solution
Correct Answer: Option B
বাংলা ব্যাকরণে 'বিনা' বা 'বিনে' অনুসর্গটি সাধারণত 'ছাড়া' বা 'ব্যতিরেকে' অর্থে ব্যবহৃত হয়।
'তুমি বিনা (বিনে) আমার কে আছে?' - এর অর্থ হলো, 'তুমি ছাড়া আমার আর কে আছে?'
'বিনি সুতায় গাঁথা মালা।' - এর অর্থ হলো, 'সুতা ছাড়া গাঁথা মালা।' (অর্থাৎ, যে মালা সুতা দিয়ে গাঁথা হয়নি)।
'উদ্যম বিহনে কার পুরে মনোরথ?' - এখানে 'বিহনে' শব্দটি 'বিনা'-এরই একটি রূপ, যার অর্থ 'উদ্যম ছাড়া কার মনের ইচ্ছা পূর্ণ হয়?'
এগুলো সবই 'বিনা' বা 'বিনে' অনুসর্গের সঠিক প্রয়োগ, যা কোনো কিছুর অভাব বা অনুপস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়।