দুবলার চর কোথায় অবস্থিত?
A নোয়াখালী জেলায়
B ভোলা জেলায়
C মাধবকুণ্ডের পাশে
D সুন্দরবনের দক্ষিণ উপকূলে
Solution
Correct Answer: Option D
দুবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ-পশ্চিমে এবং হিরণ পয়েন্টের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি দ্বীপ যা চর নামে হিন্দুধর্মের পূণ্যস্নান, রাসমেলা এবং হরিণের জন্য বহুল পরিচিত। কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে এটি একটি বিচ্ছিন্ন চর। এই চরের মোট আয়তন ৮১ বর্গমাইল।