Solution
Correct Answer: Option A
আইন আদালত সংক্রান্তঃ আইন, কানুন, ফরিয়াদী, ফরমান, সালিশ, নালিশ, মুনশি, অছিয়তনামা, তামাদি, কাজী, দরবার, পেশকার, ফৌজদারী।
রাজ্যসম্বন্ধীয়: নবাব, বাদশাহ, বাহাদুর, জমিদার, তালুকদার, তহসিলদার, খাজনা, তালুক।
ধর্মসম্বন্ধীয়: জায়নামাজ, ঈদগাহ, নামাজ, রোযা, খানকাহ, দরগাহ, পরহেজগার, শুনাহ, খোদা, পরজগত, দোজখ, বেহেশত, পয়গম্বর, ফেরেশতা।
শিক্ষাসম্বন্ধীয়: পীর, বুজুর্গ, কাগজ, দোয়াত ।
বিবিধ ফারসি শব্দ: আজাদ, আতশবাজী, আফসোস, আবাদ, আমদানি, আদমি, রপ্তানি, জিন্দা, জানোয়ার, নমুনা, বদমাস, হাঙ্গামা, আয়না, আলু, আসমান, আস্তানা, আস্তে, ইরানি, একতারা, একটা, ওস্তাদ, কম, কামান, কারবার, কারসাজি, কারিগর, খানসামা, খুচরা, হুঁশি, গ্রেপ্তার, চশমা, চশমখোর, চাকর, চাদর, চাঁদা, চেহারা, জখম, জবানবন্দি, জামা, জামদানি, জোর, জোরদার, তন্দুর, তরমুজ, তীর, তীরন্দাজ, তোষামোদ, দরজা, দরদ, দরবেশ, দর্জি, দাগী, দারোয়ান, দালান, দূরবীন, দেরি, দোত্তী, নিশান, নিশানা, পর্দা, পশম, পাইকারি, পাজামা, পাঞ্জাবি, পোশাক, পোলাও, বখরা, বখশিস, বদ, বনাম, বন্দী, বরখাস্ত, বস্তা, বাগান বাজার, বারবার, বালিশ, বেতর, মজা, মজাদার, মজুরি, মরিচ, মরিচা, মাহিনা, রসদ, রসিদ, রাস্তা, শিরোনামা, সবজি, সবুজ, সরকার, সরাসরি, সর্দি, সাজা, সাদাসাদি, সাবাস, সুদ, সুপারিশ, সেতারা, হাজার ইত্যাদি।