'সুপারিশ' কোন ভাষার শব্দ?

A ফারসি

B ফরাসি

C সংস্কৃত

D হিন্দি

Solution

Correct Answer: Option A

আইন আদালত সংক্রান্তঃ আইন, কানুন, ফরিয়াদী, ফরমান, সালিশ, নালিশ, মুনশি, অছিয়তনামা, তামাদি, কাজী, দরবার, পেশকার, ফৌজদারী।

রাজ্যসম্বন্ধীয়: নবাব, বাদশাহ, বাহাদুর, জমিদার, তালুকদার, তহসিলদার, খাজনা, তালুক।

ধর্মসম্বন্ধীয়: জায়নামাজ, ঈদগাহ, নামাজ, রোযা, খানকাহ, দরগাহ, পরহেজগার, শুনাহ, খোদা, পরজগত, দোজখ, বেহেশত, পয়গম্বর, ফেরেশতা।

শিক্ষাসম্বন্ধীয়: পীর, বুজুর্গ, কাগজ, দোয়াত ।

বিবিধ ফারসি শব্দ: আজাদ, আতশবাজী, আফসোস, আবাদ, আমদানি, আদমি, রপ্তানি, জিন্দা, জানোয়ার, নমুনা, বদমাস, হাঙ্গামা, আয়না, আলু, আসমান, আস্তানা, আস্তে, ইরানি, একতারা, একটা, ওস্তাদ, কম, কামান, কারবার, কারসাজি, কারিগর, খানসামা, খুচরা, হুঁশি, গ্রেপ্তার, চশমা, চশমখোর, চাকর, চাদর, চাঁদা, চেহারা, জখম, জবানবন্দি, জামা, জামদানি, জোর, জোরদার, তন্দুর, তরমুজ, তীর, তীরন্দাজ, তোষামোদ, দরজা, দরদ, দরবেশ, দর্জি, দাগী, দারোয়ান, দালান, দূরবীন, দেরি, দোত্তী, নিশান, নিশানা, পর্দা, পশম, পাইকারি, পাজামা, পাঞ্জাবি, পোশাক, পোলাও, বখরা, বখশিস, বদ, বনাম, বন্দী, বরখাস্ত, বস্তা, বাগান বাজার, বারবার, বালিশ, বেতর, মজা, মজাদার, মজুরি, মরিচ, মরিচা, মাহিনা, রসদ, রসিদ, রাস্তা, শিরোনামা, সবজি, সবুজ, সরকার, সরাসরি, সর্দি, সাজা, সাদাসাদি, সাবাস, সুদ, সুপারিশ, সেতারা, হাজার ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions