Solution
Correct Answer: Option B
'সনদ' শব্দটি আরবি ভাষা হতে আগত। আরবি ভাষার অন্যান্য শব্দ- আতর, আদায়, আবির, আসামি, ইনসান, কলম, কানুন, কায়দা, তবলা, তারিখ, নবাব, নাজিম, বিলাত, মর্জি, মহল্লা, মুলুক, মেয়াদ, মৌসুম, আদমি, ওজর, মশকরা, মাল, মুসাফির, হালুয়া, সাহেব, সাবান ইত্যাদি।