'চানাচুর' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Solution
Correct Answer: Option B
'দোসরা' হিন্দি ভাষার শব্দ । হিন্দি ভাষার আরো কয়েকটি শব্দঃ পানি, বাচ্চা, চানাচুর, দাদা, নানা, কাহিনি, খানাপিনা । আত্মীয় সম্পর্কিত সকল শব্দ হিন্দি (ভাই, বোন, মামা, মামি, চাচা, চাচি ইত্যাদ)। শধু মা-তদ্ভব, বাবা-তুর্কি, খালা-আরবি।