'শাক-সবজি' শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?

A ফারসি + আরবি

B তদ্ভব + ফারসি

C পর্তুগিজ + আরবি

D তৎসম + ফারসি

Solution

Correct Answer: Option D

কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে। যেমনঃ রাজা-বাদশা (তৎসম + ফারসি), হাট-বাজার (বাংলা + ফারসি), হেড-মৌলবি (ইংরেজি + ফারসি), হেড-পণ্ডিত (ইংরেজি + তৎসম), ডাক্তার-খানা ( ইংরেজি + ফারসি), পকেট-মার (ইংরেজি+বাংলা), চৌ-হদ্দি ( ফারসি + আরবি ) ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions