Solution
Correct Answer: Option A
** 23 শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল। তাই এই দিনকে শারদ বিষুব বলে
** 21 শে মার্চ এবং 23 শে সেপ্টেম্বর ২ দিন পৃথিবীর সর্বত্র দিবা রাত্রি সমান হয়, সেদিনকে বিষুব বলে।
** 22 শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছায়, একে মকর সংক্রান্তি বা দক্ষিণান্ত দিবস বলে।