Solution
Correct Answer: Option B
** গ্রহের নিজ অক্ষের উপর একদিনে আবর্তন করাকে আহ্নিক গতি এবং কক্ষপথে একবছরে সূর্যকে পরিক্রমণ করাকে বার্ষিক গতি বলে।
** একবার সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। একে সৌরবছর বলে।
**নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি। এজন্য নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি।