ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা,ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে কোন সমভূমি গঠিত?
A পাদদেশীয় সমভূমি
B বদ্বীপ সমভূমি
C প্লাবন সমভূমি
D স্রোতজ বনভূমি
Solution
Correct Answer: Option B
- পটুয়াখালী ও খুলনা অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দংশ নিয়ে স্রোতজ সমভূমি গঠিত।
- রংপুর ও দিনাজপুরের পাদদেশীয় সমভূমি।
- নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত চট্টগ্রামের উপকূলীয় সমভূমি।