Solution
Correct Answer: Option C
** ভৌত বিজ্ঞানের শাখা হচ্ছে:
অঙ্গসংস্থানবিদ্যা বা morphology,
শ্রেণিবিন্যাসবিদ্যা বা taxonomy
শারীরবিদ্যা বা physiology
হিস্টোলজি বা Histology
ভ্রুনবিদ্যা বা embryology
কোষবিদ্যা বা cytology
বংশগতিবিদ্যা বা genetics
বিবর্তনবিদ্যা বা evolution
বাস্তুবিদ্যা বা ecology
এন্ড্রোকাইনোলজি বা Endocrinology
জীবভূগোল বা biogeography
** বাকি শাখাগুলো ফলিত জীববিজ্ঞানের অংশ। এ শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো।