কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়?
A শর্করা
B স্নেহ
C আমিষ
D ভিটামিন
Solution
Correct Answer: Option A
জীবদেহের সকল শারীরবৃত্তীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সে শক্তি আসে প্রধানত শর্করা জাতীয় খাদ্য থেকে। উদ্ভিদের ক্ষেত্রে এ শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় উদ্ভিদের সবুজ পাতায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে।