'আমি-মরু-কবি-গাহি সেই বেদে-বেদুঈনদের গান' -কাজী নজরুল ইসলাম রচিত পঙক্তিটিতে কবি আরও যে কয়টি যতিচিহ্ন ব্যবহার করেছিলন-
A একটি
B তিনটি
C চারটি
D একটিও নয়
Solution
Correct Answer: Option A
গান এর পরে কমা (,) । কাজী নজরুল ইসলামের'জীবন-বন্দনা' কবিতার চরণ- 'আমি-মরু-কবি-গাহি সেই বেদে বেদুঈনদের গান, যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব-অভিযান ।'