কোন বিরামচিহ্নে বিরাম নিতে হয় না ?
A হাইফেন
B ড্যাশ
C সেমিকোলন
D কোলন
Solution
Correct Answer: Option A
হাইফেন (-) এ বিরাম বা থামার প্রয়োজন নেই । বাকীগুলোতে থামার প্রয়োজন হয় । সেমিকোলন বা অর্ধচ্ছেদ (;) ১ বলার দ্বিগুণ সময়, ড্যাশ (-) ও কোলন (:) এক সেকেণ্ড ।