৫টি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম ৩টির যোগফল ২৪ হলে শেষ ৩টির যোগফল কত হবে?
Solution
Correct Answer: Option A
মনে করি ,
ক্রমিক সংখ্যা 5টি যথাক্রমে x, x+1, x+2, x+3, x+4
প্রশ্নমতে, x+x+1+x+2 = 24
⇒ 3x = 21
⇒ x = 7
শেষ তিনটির যোগফল,
= x+2 + x+3 + x+4
= 3x + 9
= 3 x 7 + 9
= 21 + 9
= 30