বাংলাদেশের কোথায় পরিবেশ আদালত নেই?

A ঢাকায়

B সিলেট

C চট্টগ্রামে

D বগুড়ায়

Solution

Correct Answer: Option D

বাংলাদেশে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পরিবেশ আদালত আছে। এছাড়া ঢাকায় আছে একটি পরিবেশ আপিল আদালত। 

- বাংলাদেশের পরিবেশ সংঘটন গুলো হল- বাপা, বেলা। বাংলাদেশে পরিবেশ আন্দোলন (বাপা)  ২০০০ সালে গঠিত হয়।
- বেলা হলে পরিবেশ আইনজীবী সমিতির নাম।
- বাংলাদেশ প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় ১৯৯২ সালে।
- পরিবেশ সংরক্ষণ আইন গৃহীত হয় ১৯৯৫ সালে।
- পরিবেশ বিধিমালা গ্রহন করা হয় ১৯৯৭ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions