এক দলীয় ব্যবস্থাঃ কোন দেশের যদি সাংবিধানিক ভাবে একটি মাত্র দল থাকে তখন তাকে এক দলীয় শাসন ব্যবস্থা বলে। এক দলীয় শাসন ব্যবস্থায় আইন করে অন্য দলকে নিষিদ্ধ করা হয় অথবা সীমিতভাবে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হয়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের আগে জার্মানিতে হিটলারের নাৎসিদল, মুসোলিনির ফ্যাসিস্ট দল- এক দলীয় ব্যবস্থার উদাহরণ। ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মূল কথা ‘ রাষ্ট্রের জন্য জনগণ, জনগণের জন্য রাষ্ট্র নয়। এই ব্যবস্থাগুলোতে উগ্র ধনতান্ত্রিক শোষণ-নির্যাতন চলে। চিন, কোরিয়া, কিউবা, ভিয়েতনাম ইত্যাদি রাষ্ট্রে ও এক দলীয় ব্যবস্থা বিদ্যমান। কিন্তু এ সমস্ত দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় শোষণ ও নির্যাতনহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
বাংলাদেশে বহুদলীয় সংসদীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ‘বাকশাল’ নামে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় যা ১ সেপ্টেম্বর ১৯৭৫ থেকে কার্যকর হওয়ার কথা ছিলো। ১৯৭৯ সালের এপ্রিলে সংবিধান থেকে ‘বাকশাল’ ব্যবস্থা বাতিল করে বহুদলীয় ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়।