কোন বাঙালি নেতার নামের আগে নেতাজী বলা হয়?

A চিত্ররঞ্জন দাশ

B এ কে ফজলুল হক

C মণি সিংহে

D সুভাষচন্দ্র বসু

Solution

Correct Answer: Option D

- সুভাষ চন্দ্র বসু (১৮৯৭-১৯৪৫): ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।
- তিনি "নেতাজি" উপাধিতে পরিচিত। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি (১৯৩৮-১৯৩৯)। আজাদ হিন্দ ফৌজ (আইএনএ) গঠন করেন। "দিল্লি চলো" স্লোগান দেন।
- "ইন্ডিয়ান স্ট্রাগল" তাঁর বিখ্যাত গ্রন্থ। জার্মানি ও জাপানের সহায়তায় ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেন। ১৯৪৫ সালে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions