নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ ?

A বই-টই

B ঝনঝনি

C ঝম-ঝম

D ঠা-ঠা

Solution

Correct Answer: Option A

ঝমঝম ও ঠা ঠা ধ্বন্যাত্মক দ্বিরুক্তি । বই-টই (দ্বিতীয়বার ব্যঞ্জনধ্বনির পরিবর্তনে গঠিত), আয়-ব্যয় (বিপরীতার্থক শব্দযোগে গঠিত) দুটিই যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions