'দোসরা' তারিখ জ্ঞাপন শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Solution
Correct Answer: Option D
যেসব শব্দ বাংলা মাসের তারিখ বোঝাতে ব্যবহৃত হয় তাকে তারিখবাচক শব্দ বলে । তারিখবাচক শব্দের প্রথম চারটি (পহেলা, দোসরা, তেসরা, চৌঠা) হিন্দি নিয়মে সাধিত হয় । বাকিগুলো বাংলার নিজস্ব ভঙ্গিতে গঠিত । যেমনঃ পাঁচই, ছয়ই, সাতই, আটই ইত্যাদি ।