'দোসরা' তারিখ জ্ঞাপন শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? 

A আরবি 

B ফারসি 

C উর্দু 

D হিন্দি 

Solution

Correct Answer: Option D

যেসব শব্দ বাংলা মাসের তারিখ বোঝাতে ব্যবহৃত হয় তাকে তারিখবাচক শব্দ বলে । তারিখবাচক শব্দের প্রথম চারটি (পহেলা, দোসরা, তেসরা, চৌঠা) হিন্দি নিয়মে সাধিত হয় । বাকিগুলো বাংলার নিজস্ব ভঙ্গিতে গঠিত । যেমনঃ পাঁচই, ছয়ই, সাতই, আটই ইত্যাদি । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions