'বই টই নিয়ে পড়তে বসো ।' এখানে 'বই-টই' কী ?

A যথাদ্বিরুক্ত

B অনুচর দ্বিরুক্ত

C সমার্থক দ্বিরুক্ত

D বিপরীতার্থক দ্বিরুক্ত

Solution

Correct Answer: Option B

যেসব দ্বিরুক্তি শব্দে প্রথম শব্দের সাথে সামঞ্জস্য রেখে পরবর্তী শব্দ বসে তাকে অনুচর বা সহচর দ্বিরুক্তি শব্দ বলে।

যেমন - দিন দিন দেশের পথঘাট উন্নত হচ্ছে । ছটফট করতে করতে লোককে চলে গেল।, এইরকম কাপড়-চোপড়, বই-টই ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions