'সন্ধ্যায় সূর্য অস্ত যায়' -এটি কোন বর্তমান কালের?
Solution
Correct Answer: Option C
স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে।
নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ :
ক. স্থায়ী সত্য প্রকাশে : চার আর চারে আট হয়; সন্ধ্যায় সূর্য অস্ত যায়।
খ. ঐতিহাসিক বর্তমান : সিরাজউদ্দৌলা ক্ষমতা হারানোর পর ইংরেজরা ক্ষমতা গ্রহণ করে।
গ. কাব্যের ভনিতায় : কাশীরাম দাস ভনে শুনে পূণ্যবান।
ঘ. অনিশ্চয়তা প্রকাশে : কে জানে দেশে মুদ্রাস্ফীতি কমবে কি না ।