নর্থবেঙ্গল পেপার মিলে কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়?
A আখের ছোবড়া
B বাঁশ
C গেওয়া কাঠ
D নলখাগড়া
Solution
Correct Answer: Option A
পাবনা জেলার পাকশিতে অবস্থিত নর্থবেঙ্গল পেপার মিল ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। উৎপাদন শুরু করে ১৯৬৯ সালে। ক্রমাগত লোকসানের জন্যে ৩০ ডিসেম্বর ২০০২ এটি বন্ধ ঘোষণা করা হয়।
এই পেপার মিলে কাঁচামাল হিসেবে উত্তরবঙ্গের চিনিকল সমূহ হতে প্রাপ্ত আখের ছোবড়া ব্যবহার করা হতো। কর্ণফুলী পেপার মিলে বাঁশ এবং খুলনা নিউজপ্রিন্ট মিলে সুন্দরবনের গেওয়া কাঠ ব্যবহৃত হয়।