কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’ নেত্রকোনায়?

A সাঁওতাল

B গারো

C খাসিয়া

D মুরং

Solution

Correct Answer: Option B

- গারো উপজাতিদের আবাসস্থল মূলত ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, টাঙ্গাইল, জামালপুর, সুনামগঞ্জ ও সিলেট।
- বিরিশিরি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম।
- স্থানীয় অধিবাসীদের ৬০ ভাগ গারো আদিবাসী ৩০ ভাগ মুসলিম, বাকি ১০ ভাগ হিন্দু ও অন্যান্য জনগোষ্ঠী।
- সোমেশ্বরী নদীই দুর্গাপুর ও বিরিশিরিকে আলাদা করেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions