Solution
Correct Answer: Option B
- লুইস ক্ষারক হল এমন একটি যৌগ বা আয়ন যা অন্য কোনো যৌগ বা আয়নকে ইলেকট্রন জোড় দান করতে পারে। সহজ কথায়, লুইস ক্ষারক হল ইলেকট্রন দাতা।
- লুইস ক্ষারকের কেন্দ্রীয় পরমাণুর কাছে এক বা একাধিক একাকী ইলেকট্রন জোড় থাকে।
- এই ইলেকট্রন জোড়কে এটি অন্য কোনো যৌগের সাথে ভাগ করে নিতে পারে।
- লুইস ক্ষারক অন্য যৌগের অষ্টক পূর্ণ করে তাদেরকে স্থিতিশীল করে।
লুইস ক্ষারকের উদাহরণ-
অ্যামোনিয়া (NH₃): নাইট্রোজেন পরমাণুর কাছে একটি একাকী ইলেকট্রন জোড় থাকে।
জল (H₂O): অক্সিজেন পরমাণুর কাছে দুটি একাকী ইলেকট্রন জোড় থাকে।
হাইড্রক্সাইড আয়ন (OH⁻): অক্সিজেন পরমাণুর কাছে একটি একাকী ইলেকট্রন জোড় থাকে।
ফ্লোরাইড আয়ন (F⁻): ফ্লোরিন পরমাণুর কাছে তিনটি একাকী ইলেকট্রন জোড় থাকে।