সাঁওতাল জনগোষ্ঠীর প্রধান উৎসব হলো সোহরাই। এছাড়া
বাহা, ঝুমুর নাচ, ঝিকা নাচ ও দোন তাদের উল্লেখযোগ্য সাংস্কৃতিক ঐহিত্য।
উপজাতিদের উৎসব -
চাকমা - বিজু (বর্ষবরণ), বৌদ্ধ পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, কঠিন চীবর দান।
ত্রিপুরা - বৈসুক (বর্ষবরণ);
গারো - ওয়ানগালা
রাখাইন - সান্দ্রে, জলকেলি;
মুরং - ছিয়াছত
মারমা - সাংগ্রেইন (বর্ষবরণ), ল্যাব্রে;
সাঁওতাল - সোহরাই, ফাগুয়া, ঝুমুর গান।
খিয়াং - সাংলান;
ওঁরাও - ফাগুয়া