'রেংমিচটা' বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গােষ্ঠিভূক্ত একটি গােত্রের ভাষা?

A সাঁওতাল

B ম্রো

C পাঙন

D হাজং

Solution

Correct Answer: Option B

- রেংমিটো একটি বিপন্ন ভাষা। এটি পার্বত্য চট্টগ্রামের ম্রো বা মুরং সম্প্রদায়ের একটি ভাষার নাম।
- এরা আনুমানিক ১৪৩০ খ্রিস্টাব্দে আরাকান রাজ্য থেকে বান্দরবান জেলায় এসে বসতি স্থাপন করে।
- বান্দরবান জেলায় বর্তমানে ২৮ হাজারের অধিক মুরং জনগোষ্ঠী বাস করে যা সংখ্যায় বান্দরবানের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়।
- বর্তমানে বাংলাদেশে এই ভাষার ৩০ থেকে ৪০ জন ভাষী বা অর্ধভাষী জীবিত আছে। ভাষাটি তাদের দুই-তিন প্রজন্ম শেখেইনি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions