প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কতভাগে ভাগ করা যায়?
Solution
Correct Answer: Option C
প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে ৫ ভাগে ভাগ করা যায় । যথা :
(ক) পাহাড়ি মাটি,
(খ) ল্যাটোসেলিক মাটি,
(গ) পলল মাটি,
(ঘ) জলাভূমি মাটি এবং
(ঙ) কোষ মাটি।