Solution
Correct Answer: Option A
উন্নতমানের ফসলের জাতঃ
• ধান - ইরাটম, ব্রিশাইল, ময়না, হরিধান, চান্দিনাম, সোনার বাংলা-১, নারিকা-১,মালাইরি।
• গম - বলাকা, দোয়েল, আকবর, অগ্রণী-সোনালিকা, আনন্দ, কাঞ্চন, বরকত।
• টমেটো - মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, মিন্টু, বাহার, শ্রাবণী।