Solution
Correct Answer: Option C
যদি কোনো শব্দের শেষে অ বা আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণের পর বিসর্গ (ঃ) থাকে এবং তার পরে যদি অ, আ, ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ, নাসিক্য ধ্বনি, অথবা য, র, ল, ব, হ থাকে, তাহলে বিসর্গটি ‘র’ তে পরিবর্তিত হয়ে যায়।
উদাহরণ:
দুঃ + যোগ = দুর্যোগ (এখানে 'উ'-কার এর পর বিসর্গ এবং তার পর 'য' আছে, তাই বিসর্গ 'র' হয়েছে)।
নিঃ + আকার = নিরাকার (এখানে 'ই'-কার এর পর বিসর্গ এবং তার পর 'আ' আছে, তাই বিসর্গ 'র' হয়েছে)।
আশীঃ + বাদ = আশীর্বাদ (এখানে 'ঈ'-কার এর পর বিসর্গ এবং তার পর 'ব' আছে, তাই বিসর্গ 'র' হয়েছে)।