ভবদহ বিল কোন জেলায় অবস্থিত?

A যশোর

B বাগেরহাট

C নড়াইল

D সাতক্ষীরা

Solution

Correct Answer: Option A

- যশোর জেলার অভয়নগর উপজেলায় অবস্থিত - ভবদহ বিল। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভবদহকে অভয়নগরের দু:খও বলা হয়ে থাকে।
- আড়িয়াল বিল অবস্থিত - মুন্সীগঞ্জ ও
- বাইক্কা বিল, হাইল বিল - অবস্থিত মৌলভীবাজার জেলায়।
- খুলনায় চান্দা ও বাঘিয়া বিল অবস্থিত।
- সিলেটে চাতলা, বালিজুড়ি ও মায়াজুড়ি বিল অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions