Solution
Correct Answer: Option C
- চর্যাপদ হলো বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন।
- এটি মূলত বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত গানের সংকলন।
- আবিষ্কৃত চর্যাপদের পুঁথিতে কাহ্নপা বা কৃষ্ণাচার্য নামের পদকর্তার রচিত পদের সংখ্যাই সর্বাধিক।
- তাঁর রচিত ১৩টি পদ পাওয়া যায়, যা অন্য যেকোনো পদকর্তার চেয়ে বেশি।