Solution
Correct Answer: Option A
- স্বরধ্বনিমূল বা মৌলিক স্বরধ্বনি হলো সেইসব ধ্বনি, যেগুলোকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না।
- বাংলা ভাষায় স্বরবর্ণ ১১টি থাকলেও, মৌলিক স্বরধ্বনি হলো ৭টি।
- এই ৭টি মৌলিক স্বরধ্বনি হলো: অ (ô), আ (a), ই (i), উ (u), এ (e), অ্যা (æ), এবং ও (o)।
- অন্যান্য স্বরবর্ণগুলো (যেমন: ঈ, ঊ, ঋ, ঐ, ঔ) হয় দীর্ঘ স্বর অথবা যৌগিক স্বর (দুটি স্বরের মিলিত রূপ)।